ইউরোপ আমেরিকা জাপান থেকে আনা হবে করোনা টিকা তৈরির যন্ত্র


Mohiuddin Bhuiyan

15th Oct 2021

1358 বার পড়া হয়েছে

ইউরোপ-আমেরিকা-জাপান-থেকে-আনা-হবে-করোনা-টিকা-তৈরির-যন্ত্র

বিশেষজ্ঞদের পরামর্শক্রমে করোনা ভ্যাকসিন তৈরির লক্ষ্যে মূল যন্ত্রপাতি ইউরোপ, আমেরিকা ও জাপান থেকে এবং অন্য যন্ত্রপাতি চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা হবে।

ভ্যাকসিন তৈরির র’ম্যাটারিয়াল (কাঁচামাল) আমদানি টেকনোলজি ট্রান্সফারের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি এমএস ডায়াডিকের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে। তাছাড়া রাশিয়ার স্পুটনিক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত প্রোটিন ভ্যাকসিন দেশে তৈরির জন্যও আলোচনা চলছে।

আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন

এই ক্যাটাগরির আরো নিউজ পড়ুন