14th Oct 2021
773 বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগী শনাক্তের হার সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও কমেছে। এসময়ে সরকারি-বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪১৫টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয় ৪৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। করোনা শনাক্তে এখন পর্যন্ত এক কোটি ৪২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের মোট হার ১৫ দশমিক ৫৮ শতাংশ।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন