15th Oct 2021
589 বার পড়া হয়েছে
দেশে বন্যাকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা প্রকল্পে সহযোগিতা করছে জার্মানি। ভয়াবহ বন্যার সময় মৃত্যুর প্রধান দুই কারণ পানিতে ডুবে যাওয়া এবং সাপে কাটা। এসব অপমৃত্যু সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য, তবে এক্ষেত্রে আরও গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজন।
এক্ষেত্রে জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় সবচেয়ে কার্যকর ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উদ্ভাবনসমূহ বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে বাংলাদেশে জার্মানির সরকারি গবেষক এবং এনজিও অংশীদারদের সাথে 'ফ্লাডনেট' নামে একটি প্রকল্পে পারস্পরিক সহযোগিতা করছে।
আজ বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে অর্থনীতিতে অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনা বারবার ঘটছে এবং ক্ষতিকর প্রভাবের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্যার সময় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ উঁচু ও শুকনো জায়গায় আবদ্ধ হয়ে পড়ে এবং তাদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ খুবই সীমিত হয়ে যায।
জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরো জটিল অবস্থার সৃষ্টি করে। অধ্যাপক রোবেদ আমিন বলেন, গবেষকরা বিভিন্ন গবেষণার মাধ্যমে বাংলাদেশে বন্যার সময় প্যারামেডিকেল এবং জরুরি চিকিৎসা সেবার মান উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছেন, যাতে বন্যার সময় বিচ্ছিন্ন জনসাধারণকে মারাত্মক বন্যা সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি থেকে সর্বোচ্চ সুরক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা যায়।
গবেষণাটির জন্য দুটি উপজেলায় কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোন কোন উপজেলা সবচেয়ে বেশি বন্যাকবলিত হয়, কোন কোন উপজেলার মানুষ বন্যার সময় স্বাস্থ্যসেবা ও জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়- এসব বিষয় বিশ্লেষণের পর উপজেলাগুলো নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, গবেষকরা প্যারামেডিক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন বয়সের সাধারণ মানুষদের জীবন রক্ষাকারী কিছু পদ্ধতির প্রশিক্ষণ দেবেন, যাতে বিভিন্ন গোষ্ঠীর জন্য সবচেয়ে কার্যকর প্রশিক্ষণ শনাক্ত করা যায়।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন