চিন্তা-ভাবনায় সীমাবদ্ধ পিএসসির মাধ্যমে কর্মচারী নিয়োগ


Mohiuddin Bhuiyan

17th Oct 2021

706 বার পড়া হয়েছে

চিন্তা-ভাবনায়-সীমাবদ্ধ-পিএসসির-মাধ্যমে-কর্মচারী-নিয়োগ

করোনা মহামারির পর সরকারি বিভিন্ন দপ্তরে বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা হয়েছে একসঙ্গে। এতে দুর্ভোগে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

এ অবস্থায় সমন্বিতভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে আবারও। কিন্তু একটি আলাদা কর্তৃপক্ষ কিংবা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে তৃতীয় (১১-১৬তম গ্রেড) ও চতুর্থ শ্রেণির (১৭-২০তম গ্রেড) কর্মচারী নিয়োগ দেওয়ার বিষয়টি এখনো সরকারের চিন্তা-ভাবনার মধ্যেই সীমাবদ্ধ।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। প্রশাসনে প্রায়ই আড়াই থেকে তিন লাখের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ খালি থাকে। এসব পদে নিয়োগের ক্ষেত্রে পছন্দের লোক, অর্থের বিনিময়ে নিয়োগসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৭ মে সরকারি চাকরিতে বেতন কাঠামোর ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের শূন্যপদ জরুরিভাবে পূরণে কমিশন গঠন করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আট সদস্যের ওই কমিটির সভাপতি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের তখনকার জ্যেষ্ঠ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিনকে। কমিটির সদস্য ছিলেন অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। তৃতীয়-চতুর্থ শ্রেণির শূন্যপদ জরুরিভিত্তিতে পূরণের জন্য আলাদা কমিশন গঠনের বিষয়ে বিদ্যমান বিধিবিধান পরীক্ষা-নিরীক্ষা করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয় এই কমিটিকে। কিন্তু ওই বছরের ২৯ জুন অবসরে যান শামসুল আরেফিন।

নতুন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এসে প্রতিবেদনটি সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে জমা দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ওই কমিটি তৃতীয়-চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মতো একটি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে। কিন্তু আলাদা কমিশন গঠনের পক্ষে ছিল না জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা চেয়েছিল পিএসসিকে এ দায়িত্ব দিতে। এজন্য এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও পাঠানো হয়।

পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয় পিএসসিকে। পিএসসিও কর্মচারী নিয়োগের দায়িত্ব নিতে একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। ওই সময় পিএসসির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাদিক। গত বছরের ১৮ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হয়।

আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন

এই ক্যাটাগরির আরো নিউজ পড়ুন