16th Oct 2021
606 বার পড়া হয়েছে
রাজধানীবাসীরা ছুটির দিন কিংবা অবসর সময় কাটাতে আশেপাশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। যদি পাহাড়-সমুদ্র দেখার জন্য অনেকেই ছুটে যান কক্সবাজার কিংবা বান্দরবনে। তবে সব সময় তো আর ঢাকার বাইরে চাইলেই ঘুরতে যাওয়া যায় না। তবে জানেন কি, ঢাকার ভেতরে কিংবা আশেপাশেই বেশ কিছু ঘুরে বেড়ানোর মতো স্পট আছে। চাইলেই সময় করে পরিবার-পরিজনসহ ঘুরে আসতে পারেন এসব স্থান থেকে। ঢাকার কাছাকাছি এসব স্পটে একদিনেই খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি ট্যুরিস্ট স্পট- মায়াদ্বীপ নারায়নগঞ্জ জেলার বারদি ইউনিয়নের মায়াদ্বীপ হতে পারে এক বিকেল কাটানোর দুর্দান্ত স্থান। মায়াদ্বীপ হলো মেঘনা নদীর বুকে ভেসে ওঠা একটি দারুন সুন্দর চর এর নাম। মূল ভূ-খণ্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের বিচ্ছিন্ন এ দ্বীপের মানুষের জীবন বেশ সংগ্রামের। ঐতিহাসিক সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বারদি ইউনিয়নের অন্তর্গত নুনেরটেক গ্রাম মেঘনা নদী দ্বারা সোনারগাঁয়ের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন