আ.লীগের অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না: বরকত উল্লাহ বুলু


Mohiuddin Bhuiyan

15th Oct 2021

550 বার পড়া হয়েছে

আ.লীগের-অধীনে-সুষ্ঠু-ভোট-হতে-পারে-না:-বরকত-উল্লাহ-বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না। নিকট অতীত ইতিহাস তাই বলে।

আমাদের দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি বাস্তবায়ন করেই আমরা ভোটে যেতে চাই। মঙ্গলবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নং রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, স্থানীয় নেতা মাহফুজুল হক আবেদ, হারুনুর রশিদ, জামাল উদ্দিন, রুস্তম আলী, মহিউদ্দিন উদ্দিন রাজু, মো. হারুন প্রমুখ। সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ নাভিঃশ্বাস হয়ে পড়েছে। করোনার কারণে এমনিতেই মানুষের আয় কমে গেছে।

এরমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মরার উপর খাড়ার ঘা। দেশে আইনের শাসন নেই। গণতন্ত্র নেই। মানুষের বাক স্বাধীনতা নেই। এ অবস্থায় আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না দেশবাসী। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী ভোটের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন

এই ক্যাটাগরির আরো নিউজ পড়ুন