আশুতোষ সুজনের সিনেমায় ইয়াশ রোহান


Mohiuddin Bhuiyan

16th Oct 2021

660 বার পড়া হয়েছে

আশুতোষ-সুজনের-সিনেমায়-ইয়াশ-রোহান

ইয়াশ রোহান। সময়ের জনপ্রিয় অভিনেতা। 'স্বপ্নজাল' সিনেমা দিয়ে আলোচনায় আসা এ অভিনেতা কাজ করছেন নিয়মিতই। তাকে দেখা যায় সিনেমা ও ওয়েব কন্টেন্টগুলোতে। এবার ইয়াশ যোগ দিলেন সরকারি অনুদানের সিনেমা। আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমায় কাজ করবেন তিনি৷

পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। আশুতোষ সুজন এ প্রসঙ্গে বলেন, ‘চরিত্রের প্রয়োজনে ইয়াশ রোহানকে নিয়েছি। আশা করছি তিনি চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবেন। এখন পযর্ন্ত সবকিছুই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবরে ছবিটির শুটিং শুরু করতে চাই।’

কবি নির্মলেন্দু গুণের 'দেশান্তর' নামের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন আশুতোষ সুজন। এটি চলতি বছরে সরকারি অনুদান পেয়েছে। পাঠকপ্রিয় এই উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করতে যাচ্ছেন প্রিয়দর্শিনী মৌসুমী।

তার বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইয়াশ রোহান। ইয়াশের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয়নি৷

আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন

এই ক্যাটাগরির আরো নিউজ পড়ুন