16th Oct 2021
617 বার পড়া হয়েছে
আগামী ৩১ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা সপ্তাহ। সাত দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এবারের শিক্ষা সপ্তাহ পালন করা হবে। একইসঙ্গে ২০১৯ সালের জাতীয় শিক্ষা পদক তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি শিক্ষা সপ্তাহ উদ্বোধন করবেন।
এ বিষয়ে প্রস্তুতি নিতে বুধবার (১৩ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজন করা হয়নি। এ বছর করোনা নিয়ন্ত্রণে থাকায় আগামী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করা হবে।
‘মুজিব বর্ষের দীক্ষা মানসম্মত প্রাথমিক শিক্ষা’- এই শ্লোগানে পালিত হবে ২০২১ সালের প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ জন্য ১০টি উপ কমিটি ও একটি মূল কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে শিক্ষা সপ্তাহ আয়োজন করা হবে। সাত দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের প্রশিক্ষণ, কর্মশালা, সভা, সেমিনার আয়োজন করা হবে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অশংগ্রহণ করবেন।
জেলা, উপজেলা, থানা ও বিদ্যালয় পর্যায়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, ২০১৯ সালের নির্বাচিত বর্ষসেরাদের হাতে এ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। ৩১ আক্টোবর প্রধানমন্ত্রী শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ মন্ত্রণালয়ের সচিব অনুষ্ঠানের সভাপত্বিত করার কথা রয়েছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বুধবার জাগো নিউজকে বলেন, আগামী ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হতে যাচ্ছে। পরবর্তী ছয়দিন নানা আয়োজনের মধ্য দিয়ে এটি পালন করা হবে।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন