16th Oct 2021
603 বার পড়া হয়েছে
দেশে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, ফসল ভালো উৎপাদনের চেষ্টা চলছে। ইতোমধ্যে উত্তম কৃষি চর্চা মেনে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এটি মেনে ফসল উৎপাদিত হলে খাবারের পুষ্টিমান যেমন অক্ষুণ্ণ থাকবে তেমনি পরিবেশেরও ক্ষতি হবে না। দেশে পুষ্টিকর খাবারের অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ তা কিনতে পারে না। কারণ মানুষের আয় সীমিত। সেজন্য মানুষের আয় বাড়াতে হবে। আর এটি করতে হলে কৃষিকে লাভজনক ও আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ কৃষিজীবী বৃহৎ জনগোষ্ঠীর জীবনমানকে উন্নত করতে হবে। এ জন্য সরকার কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে আরও বক্তব্য রাখেন এফএওর মহাপরিচালক কিউ দোংয়ু। তিনি বলেন, মহামারির বিরূপ পরিস্থিতির মধ্যে খাদ্য দিবস পালিত হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বব্যাপী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ ও সাসটেইনেবল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন