থানচিতে পিকআপ খাদে পড়ে পর্যটক নিহত


Mohiuddin Bhuiyan

14th Oct 2021

598 বার পড়া হয়েছে

থানচিতে-পিকআপ-খাদে-পড়ে-পর্যটক-নিহত

বান্দরবানের থানচিতে ঢালু পথ বেয়ে নামার সময় পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে আবু্ল কালাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় পিকআপের চালক ও হেলপারসহ আরও ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে থানচি আলীকদম সড়কের ২৮কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পর্যটকরা হলেন- এরশাদ মিয়া (২৩), শহীদুল্লাহ (২৪), শাহাদাত (২৫), আয়াত উল্লাহ (১৭), আবদুল্লাহ (২০), আরিফ (২০), আশিক উল্লাহ (১৭) ও তানজীম (২৫)। তাদের সবার বাড়ি কক্সবাজারের রামুতে বলে জানা গেছে। তবে চালক ও হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, কক্সবাজারের রামু থেকে ২০ জন পর্যটক নিয়ে পিকআপটি থানচির উদ্দেশে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। থানচি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমান জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় আহতসহ ২০ জন পর্যটককে উদ্ধার করে আলীকদম নিয়ে যাওয়ার পথে একজন মারা যান।

আহত বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত চালক ও হেলপারকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন

এই ক্যাটাগরির আরো নিউজ পড়ুন