14th Oct 2021
615 বার পড়া হয়েছে
বাসে অথবা ট্রেনের কামরায় বোজিকে হরহামেশাই দেখতে পান ইস্তাম্বুলের প্রতিদিনের যাত্রীরা। কখনো তার দেখা মেলে ফেরিঘাটে বা সমুদ্রের কাছে। প্রতিদিন বাসে-ট্রেনে বা ফেরিতে করেই ইস্তাম্বুল চষে বেড়াচ্ছে সে।
তবে আর পাঁচজন নিত্যযাত্রীর মতো ৯টা-৫টার অফিসযাত্রী নয় সে। বোজি আসলে ইস্তাম্বুলবাসীর অতি প্রিয় একটি কুকুর।
বোজির এ ভ্রমণের কারণে মুগ্ধ ইস্তাম্বুলবাসী। এরই মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটারে সে পেয়েছে প্রায় ৫০ হাজার ভক্ত। ওই ভক্তরাই বোজির ভ্রমণ কাহিনি বলছেন বিভিন্ন কথায়-ছবিতে। তাতে দেখা গেছে, চলমান সিঁড়ি বেয়ে খুব সহজেই ট্রেন স্টেশনে ঢুকছে বোজি। তারপর বেশ ধৈর্য ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছে। কখনো আবার জানালার কাছের আসনে বসে উদাস হয়ে বাইরের দৃশ্য দেখছে।
আপনার পঠিত আর্টিক্যাল সম্পর্কে মন্তব্য করুন