ইতালিতে কর্মী ভিসা চালু হচ্ছে। আবেদনের তারিখ ঘোষণা।

প্রকাশিত: 23-Jan-2025

বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, ৩১ টি দেশ থেকে নন-সিজনাল ভিসায় দুই বছরের চুক্তিতে ২৭ হাজার ৭০০ কর্মী নেবে ইতালি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৩১ টি দেশ থেক সিজনাল ভিসায় ৯ মাসের চুক্তিতে ৪২ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে। তবে এই কর্মীরা পরবর্তীতে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবে। তবে যে নিয়োগকারীর আবেদন আগে জমা দেয়া হবে, তার আবেদন আগে বিবেচনা করা হবে। 

কর্মী নিয়োগের জন্য ইতালির পাবলিক ডিজিটাল আইডেন্টি সিস্টেম ইমেল থেকে কর্মীর নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য দিয়ে দেশটির স্থানীয় প্রশাসনিক অফিসে ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। এদিকে আবেদনের জন্য নিয়োগকারীর ১৬ ইউরো যা বাংলাদেশি ১ হাজার ৬০০ টাকা খরচ হবে। তবে আবেদন জমা দেয়ার জন্য ইতালির কোন হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ দিতে হবে। সেটি ৫০-১০০ ইউরো যা বাংলাদেশি পাঁচ থেকে দশ হাজার টাকা হতে পারে। যাচাই-বাছাইয়ের পর নিয়োগকারীর আবেদন গ্রহণ হলে স্থানীয় প্রশাসনিক অফিস থেকে তাকে ছাড়পত্র দেয়া হবে। 

আর এই ছাড়পত্র বাংলাদেশের ব্যক্তির কাছে পাঠানো হবে। যার নামে ছাড়পত্র ইস্যু হবে তিনি এই ছাড়পত্র নিয়ে ঢাকায় থাকা ইতালিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালি যাওয়ার পর নিয়োগকারীর সাথে যোগাযোগ করে স্থানীয় প্রশাসনিক অফিসে গিয়ে কাজের চুক্তি সম্পাদন করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। তবে কাজের চুক্তি না করলে এবং সোজর্ণ্য না পেলে শুরু থেকেই ওই কর্মীকে অবৈধ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 

 ✓✓ আপডেট পেতে প্রবাস তথ্যকেন্দ্র পেইজ এবং মতামত ও প্রশ্নের জন্য প্রবাস তথ্যকেন্দ্র গ্রুপ এ যুক্ত থাকতে পারেন। Channel info: প্রবাস তথ্যকেন্দ্র। প্রবাস খাতের প্রথম ও আস্থার ডিজিটাল এই তথ্য ভান্ডার শুরুতে "TodayBanglaHD প্রবাস তথ্যকেন্দ্র" নামে ডিজিটাল বিভিন্ন মাধ্যম্য তথ্য দেয়া হতো। এখন শুধু "প্রবাস তথ্যকেন্দ্র" নামে আপনাদের সাথে আছি আরও নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। আর নিয়মিত প্রবাসী ও প্রবাস খাতের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর থাকছে এই চ্যানেলে। 

সকল আপডেট পেতে "প্রবাস তথ্যকেন্দ্র" ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করে বেল বাটন চাপুন এবং "প্রবাস তথ্যকেন্দ্র" ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এছাড়াও আপনাদের যেকোন অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারেন "প্রবাস তথ্যকেন্দ্র গ্রুপ " ফেসবুক গ্রুপে।

আরো ভিডিও দেখুন